• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

২৬ ও ২৭ জুলাই শিল্পকলায় মালহার উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৯

বাংলাদেশ ও ভারতের শিল্পীদের তাল-লয়, সুর ও মূর্ছনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মালহার উৎসব। দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। ২৬ ও ২৭ জুলাই প্রতিদিন সন্ধ্যা সাড় ৬টায় শুরু হবে এই আয়োজন।

ঢাকার ভারতীয় হাইকমিশনের আয়োজনে এই উৎসবে সংগীত পরিবেশন করবেন ভারতের শায়নি সেন্ধে, পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, পণ্ডিত কুশল দাস এবং বাংলাদেশের প্রিয়াঙ্কা গোপ। মালহার এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকছে বলে শিল্পকলা সূত্রে জানা যায়।

শায়নি সেন্ধে একজন ধ্রুপদী সংগীতশিল্পী। সংগীতে তার হাতেখড়ি মাত্র ছয় বছর বয়সে। গানের জন্য পেয়েছেন সংগীত নাটক একাডেমি পুরস্কার, উস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কারসহ আরো অনেক পুরস্কার। বেশ কয়েকটি অডিও অ্যালবামও বেরিয়েছে তার। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত কনসার্টে অংশ নেন শায়নি সেন্ধে।

পণ্ডিত কুশল দাস সেতার বাদনে সিদ্ধহস্ত। পণ্ডিত গুরুদের কাছে শিক্ষা নিয়ে নিজেও পণ্ডিত হয়েছেন ধীরে ধীরে। অল ইন্ডিয়া রেডিও ও টেলিভিশনে কুশল দাস প্রথম সারির সংগীতশিল্পী। সরোদ বাদনে থাকবেন পণ্ডিত দেবজ্যোতি বোস। বহু পুরস্কার পেয়েছেন এই শিল্পীও। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন সরোদের সুর। চলচ্চিত্রের জন্য সুরও করেছেন দেবজ্যোতি বোস।

চার বছর বয়সেই তবলায় ছিল তার আঙুল। আর এখন তবলা বাজে নিজে থেকেই। তিনি শুধু আঙুলের ইশারা দেন। মালহার উৎসবে তবলায় থাকবেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। জীবনে অনেক পণ্ডিতের সংস্পর্শ পেয়েছেন তিনি। যাদের মধ্যে পণ্ডিত রবিশংকর, উস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া অন্যতম। বিশ্বের বড় বড় আয়োজনে তবলা বাদনে অভিজ্ঞ শুভঙ্কর ব্যানার্জি।

বাংলাদেশের প্রিয়াঙ্কা গোপ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। এখন শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। পাশাপাশি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত গান করেন তিনি। এ ছাড়া বাংলাদেশ বেতারের প্রথম সারির শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads