• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দেশের বাজারে মটোরোলা ওয়ান

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

দেশের বাজারে মটোরোলা ওয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৯

অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজের অধীনে বাজারে আনা মটোরোলা ওয়ান স্মার্টফোন এবার আসছে বাংলাদেশের বাজারে। আগামীকাল থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন দেশের ক্রেতারা। মটোরোলা স্মার্টফোনের স্থানীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, আগামীকাল থেকে শুধু গ্যাজেট অ্যান্ড গিয়ার ও পিকাবো ডটকম থেকে স্মার্টফোনটি কেনা যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর। ব্যবহার করা হয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চি এইচডি প্লাস ম্যাক্স ভিশন ডিসপ্লে। ট্রেন্ডের কথা মাথায় রেখে এর ডিসপ্লেতে নচ যুক্ত করা হয়েছে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। এছাড়া এর পেছনের অংশেও গরিলা গ্লাস রয়েছে, যা ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। এতে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। তবে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে।

ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। থাকছে ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ক্যামেরায় সিনেমাগ্রাফ, স্পট কালার ইফেক্ট, ব্লার ব্যাকগ্রাউন্ড সুবিধাও থাকছে। এর সঙ্গে গুগল লেন্স সার্চ দিচ্ছে যেকোনো অবজেক্ট সার্চ করার সুবিধা।

মটোরোলা ওয়ানে থাকছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ২০ মিনিটের চার্জেই পাওয়া যাবে ৬ ঘণ্টার জন্য প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ। অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস হওয়ায় অ্যান্ড্রয়েডের পরবর্তী দুটি আপডেট মিলবে বেশ দ্রুতই। ফোনটির দাম ২৩ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads