• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

জেরুজালেমে মার্কিন দূতাবাসের রোড সাইন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের দূতাবাসের সড়ক নির্দেশনা জেরুজালেমে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার তিনটি স্থানের সড়ক নির্দেশনা পরিবর্তন করা হয়। আগামী সপ্তাহে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার খবর।

খবরে বলা হয়, ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় লেখা যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই সড়ক নির্দেশনাগুলো। জেরুজালেমের মার্কিন কনস্যুলেট ভবনের কাছে এসব নির্দেশনা স্থাপন করা হয়। আগামী ১৪ মে তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেম নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে ইসরাইল হাইয়ুম পত্রিকায় ট্রাম্প বলেন, আমি এটা স্পষ্ট করতে চাই, জেরুজালেমই ইসরাইলের রাজধানী। তবে অবশ্যই এটা সুনির্দিষ্ট সীমানার মধ্যেই থাকবে।

গত বছর ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলি রাজধানীর স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দূতাবাস স্থানান্তরেরও ঘোষণা দেন। তবে এ ঘোষণার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক অঙ্গন। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ওআইসি ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়। তবে এসব প্রতিক্রিয়ার তোয়াক্কা না করেই দূতাবাস পরিবর্তন করছে ওয়াশিংটন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads