• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফুয়েগো আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

ছবি : সংগৃহীত

বিদেশ

ফুয়েগো আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এ কারণে পর্বতটির আশপাশের এলাকা থেকে প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি ও সিএনএন।

গত রোববার অ্যান্টিগুয়া শহরের দক্ষিণ-পশ্চিমের এই আগ্নেয়গিরিটি থেকে ছাই ও লাভার উদগিরণ শুরু হয়। খবর পেয়ে দমকলকর্মীরা আগ্নেয়গিরিটির ঢালে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করে। অনেকে স্থানীয় একটি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন। সেখানে তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো।

এর আগে জুনে এই আগ্নেয়গিরিটিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়। সে সময় উদগিরিত লাভা ও ছাইয়ে চাপা পড়ে অন্তত ২০০ জন নিহত হয়েছিল। আগ্নেয়গিরির গা বেয়ে নেমে আসা দ্রুত ধাবমান পাইরোক্ল্যাস্টিকের প্রবাহে নিকটবর্তী এল রোদেও ও সান মিগুয়েল লোস লোতেসসহ অনেক এলাকা চাপা পড়ে।

লাতিন আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগো। ৩ হাজার ৭৬৩ মিটার উঁচু (১২,২৫০ ফুট) এই আগ্নেয়গিরিটি থেকে উদগিরিত লাভা গহ্বর থেকে ৫০০ মিটার উঁচুতে উঠে যাচ্ছে। এটি এক কিলোমিটার বা ৩ হাজার ২৮০ ফুট উঁচুতে উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক দূর থেকে উদগিরিত লাভা দেখা যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads