• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

জামিন পেলেন নওয়াজ শরিফ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৯

শারীরিক অসুস্থতার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছে লাহোরের হাইকোর্ট। গতকাল শুক্রবার তার জামিন মঞ্জুর করেন আদালত। খবর ডনের।

অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন নওয়াজ শরিফ। গত সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লাহোরের সার্ভিস হাসপাতালে ভর্তি করা হয়।

অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারের কারণে তার প্ল্যাটিলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে যায়। যে কারণে রক্তক্ষরণও হচ্ছে। তার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে নওয়াজ শরিফের।

দুর্নীতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কোট লৌখপতি কারাগার থেকে লাহোরের এনএবি ডিটেনশন সেন্টারে ছিলেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এখানে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে গত সোমবার হাসপাতালে নেয়া হয়। 

এ সময় নওয়াজ শরিফের ছোট ভাই বর্তমান পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ অভিযোগ তুলে বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিত্‍‌সার জন্য হাসপাতালে শিফট করার ক্ষেত্রে সরকার যে গড়িমসি করছে, তা রাজনৈতির প্রতিহিংসা ও অসংবেদনশীলতা চরিতার্থ করার সবচেয়ে খারাপ উদাহারণ।

তিনি আরও বলেন, নওয়াজ শরিফের যদি খারার কিছু হয়ে যায়, তার জন্য বর্তমান সরকারই দায়ী হবে।

নওয়াজের এই অসুস্থতার খবরের মধ্যে তাঁর জামাতা এবং পিএমএল-এন পার্টির নেতা ক্যাপ্টেন (অবঃ) সফদরকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ হিসেবে পুলিশ বলেছেন, তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, যা আইনের বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads