• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৮

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩১ জানুয়ারি নতুন আইজিপি দায়িত্ব গ্রহণ করবেন।

পুলিশ প্রধানের দায়িত্বে থাকা একেএম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন জাবেদ পাটোয়ারী। চাকরির মেয়াদ শেষে ৩১ জানুয়ারি অবসরে যাচ্ছেন শহীদুল।

বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে এ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। ২০১৩ সালের জুলাই মাসে শহীদুল হকের সঙ্গে জাবেদ পাটোয়ারীকেও সরকার সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে নিয়ে আসে।

২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ থাকা জাবেদ পাটওয়ারীরই এ বছরের শেষে জাতীয় নির্বাচনের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকবেন।

গত নয় বছর ধরে এসবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা জাবেদ পাটোয়ারী বঙ্গবন্ধুর কারাজীবনের ওপর লেখা ‘কারাগারের রোজনামচা’র জন্য বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এসবির রেকর্ড রুমে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর বিষয়ে যেসব ক্লাসিফায়েড তথ্য রয়েছে, সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেন তিনি।

গতবছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রকাশিত কারাগারের রোজনামচায় ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তার কারাজীবনের ঘটনাবলি স্থান পায়।

চাঁদপুর সদরের শাহমাহমুদপুরে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। পুলিশের শীর্ষপদে আসার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads