• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
স্তন ক্যানসারে আক্রান্ত বাড়ছে

চিকিৎসা ছাড়া মারা যায় ৭০% স্তন ক্যানসার রোগী

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

স্তন ক্যানসারে আক্রান্ত বাড়ছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

দেশে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। অপ্রতুল সরকারি চিকিৎসা ব্যবস্থা, বেসরকারি পর্যায়ে চিকিৎসা নেওয়ার সক্ষমতা গরিব রোগীদের না থাকা আর অসচেতনতাই এ অবস্থার জন্য দায়ী। রোগটিতে নারীরাই বেশি আক্রান্ত হচ্ছেন। গত কয়েক বছর ধরে পুরুষরাও স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের এক পরিসংখ্যান মতে, জনসংখ্যার মধ্যে অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতি বছর যত রোগী মারা যায় তাদের মধ্যে সিংহভাগই ক্যানসারের। ক্যানসার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যানসারের অবস্থান দ্বিতীয়। জাতীয় ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালভিত্তিক ক্যানসার নিবন্ধনের ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদন বলছে, দেশের নারী ক্যানসার রোগীদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ দশমিক ৪ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত। শীর্ষ অবস্থানে রয়েছে ফুসফুসের ক্যানসার ১৭ দশমিক ৯ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, শুধু সচেতনতার অভাবে দেশে স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে এ রোগ ৯০ শতাংশ নিরাময় করা সম্ভব।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইহতেসামুল হক গত বছর ঢাকার এক আলোচনা সভায় জানান, ‘দেশে প্রতি বছর নতুন করে ২২ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।’

জাতীয় ক্যানসার গবেষণা ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন গতকাল বাংলাদেশের খবরকে বলেন, ‘দেশে ক্যানসারে আক্রান্তদের সঠিক পরিসংখ্যান নেই। তবে এটা ঠিক, দেশের নারীরা সব থেকে বেশি আক্রান্ত হন স্তন ক্যানসারে।’

ক্যানসার গবেষণার দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের’ সবশেষ প্রতিবেদন বলছে, দেশে প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ১৪ হাজার ৮২২ জন নারী। এর মধ্যে মারা যান ৭ হাজার ১৩৫ জন। নারী ক্যানসার রোগীদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর হার যথাক্রমে ২৩ দশমিক ৯ শতাংশ ও ১৬ দশমিক ৯ শতাংশ। বিশ্ব সংস্থার এক হিসাবে দেশে ক্যানসার আক্রান্ত নারীদের মধ্যে প্রতি ৯ জনের একজন স্তন ক্যানসারে আক্রান্ত।

এ পরিস্থিতির মধ্য দিয়ে আজ বুধবার দেশজুড়ে পালিত হবে স্তন ক্যানসার সচেতনতা দিবস। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন হবে। বাংলাদেশে ২০১৩ সাল থেকে সরকারি ও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। এবার দিবসটি উপলক্ষে ১৮টি অলাভজনক বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস ফোরাম’ ও ‘রোটারি ইন্টারন্যাশনালের’ উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।          

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads