• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সখীপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

প্রতীকী ছবি

অপরাধ

সখীপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৯

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চাঁদা দাবি করেছে প্রতারকরা। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সখীপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ইউএনও আমিনুর রহমান ।

ইউএনও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখীপুরবাসীকে তার ক্লোন হওয়া নম্বর থেকে টাকা চাইলে তা না দেওয়ারজন্য অনুরোধ জানিয়ে সতর্ক করেছেন।

ইউএনও আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার থেকে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার কয়েকজন প্রধান শিক্ষকের কাছে তার সরকারি নম্বরটি ক্লোন করে ফোন দেওয়া হয়। এ সময় ল্যাপটপ দেওয়ারজন্য বিকাশের মাধ্যমে টাকা দাবি করে অজ্ঞাত দুস্কৃতকারীরা। 

সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads