• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

শুরু হচ্ছে ‘সত্যমন্ত্র’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সত্যমন্ত্র’। শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। নতুন এ ধারাবাহিকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাট্যরূপ দিয়েছেন গোলাম রাব্বানী।

গল্পে দেখা যাবে, বংশ পরম্পরায় একটি অভিশাপ ধারণ করে আছে সৈয়দ বাড়ির সদস্যরা। সৈয়দ বাড়িতে আছেন ফয়সালের মা পারভীন, বোন মম আর সৎ ভাই সোহেল। এদের নিয়েই ফয়সালের সংসার জীবন। তবে এই সংসারে ভালো মানুষরূপী আজাদও আছে। যে কি না মমকে বিয়ে করে সৈয়দ বাড়ির হাজার কোটি টাকার মালিক হতে চায়। সে মূলত ম্যানেজার। কিন্তু কিছুতেই কিছু করতে পারে না সে। তাই তো সে ফয়সালের স্ত্রী বকুল এবং সৎ ভাই সোহেলের সঙ্গে হাত মেলায়। শুরু হয় ষড়যন্ত্রের খেলা। বকুল তার বাবার আত্মহত্যার প্রতিশোধ নিতে চায়। তাই সে চায় যেভাবেই হোক এই সৈয়দ বংশের ধ্বংস। যদিও তার মনের কথা কেউ টের পায় না। সে গোপনে সব খেলা খেলে যায়। মম আর তার বয়ফ্রেন্ড জায়েদ এই ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চায় বাড়িটিকে। আমরা দেখি হঠাৎ ফয়সালের মা মারা যায়। কিন্তু তার এই মৃত্যু স্বাভাবিক নয়। থানা পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়টি। এদিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ফয়সাল। গল্পের জটিলতা বাড়তে থাকে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ওয়াহিদা মল্লিক জলি, আজাদ আবুল কালাম, তারিন জাহান, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সাদিয়া জাহান প্রভা, নিলয় আলমগীর, কাজল সুবর্ণসহ অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads