• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জবির প্রধান প্রবেশদ্বারে গেট হবে কবে!

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

জবির প্রধান প্রবেশদ্বারে গেট হবে কবে!

  • ইমরান হুসাইন, জবি
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের গেট নেই গত কয়েক বছর ধরে। গেটের বদলে ক্রসবার ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গেট লাগানোর জন্য একাধিকবার আশ্বাস দেওয়া হলেও গেট লাগানো হয়নি। ফলে নিরাপত্তাহীনতায় রয়েছে জবি ক্যাম্পাস। বছরের পর বছর এমন অবস্থার কারণে এখন মনে হচ্ছে, এই গেট হয়তো আর হবেই না।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার গেট সমস্যার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা। বর্তমান সময়ে করোনার এই মহামারীরতে সময়-অসময় যখন তখন যে কেউ অবাধে ক্যাম্পাসে প্রবেশ করতে পারে। বহিরাগতদের অনেকে আবার মোটরসাইকেল নিয়ে প্রবেশ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রায়ই ক্যাম্পাসে যখন তখন চুরি ও মাদক সেবনের ঘটনা ঘটছে। মেইন গেট না থাকায় যে কেউ অবাধে প্রবেশ করছে। জানা যায়, ২০১৮ সালের এপ্রিল মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে অপসারণের ঘটনায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে  শিক্ষার্থীরা জবির মেইন গেটে তালা লাগিয়ে দেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা যেন তালা লাগাতে না পারেন সে কারণে মেইন গেট খুলে নেয় জবি প্রশাসন। যদিও প্রশাসন বলছে সংস্কারের জন্য খুলে রাখা হয়েছে গেটটি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী মাহাবুবুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি পুরান ঢাকার অন্যতম জনবহুল একটা এলাকায়; যার কারণে বিশ্ববিদ্যালয়ের সামনে দিন-রাত অনেক মানুষের আনাগোনা থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে  নিরাপত্তাবেষ্টনী না  থাকায় বিশ্ববিদ্যালয়ের ভেতর নানা ধরনের মানুষের পদচারণা দেখা যায়। এ ছাড়া সর্বসাধারণের প্রবেশের ফলে অনেক সময় আমরা নিজেরাও বিব্রত অবস্থায় পড়ে যাই। অতি দ্রুত প্রশাসন যেন গেট এর পুনঃস্থাপন করে সেই দাবি জানাচ্ছি।’ জবির প্রধান ফটকের গেটকিপার বাবুল মিয়া বলেন, ‘গেট নেই দুই বছর থেকে। এখন প্রশাসন ক্রসবার সেট করে দিয়েছে। আমরা এটার দায়িত্ব পালন করছি। নির্দিষ্ট গেট না থাকার কারণে যে কেউ অবাধে প্রকাশ করছে। আমরা চাইলেও তাদের প্রবেশ আটকাতে পারি না। শুধু ক্রসবার ব্যবহার করে একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবার পরপরই দেখছি প্রধান ফটকে গেট নেই। কেন নেই, আগেও ছিল কি না আমি জানি না। এ বিষয়ে প্রক্টর স্যার-উপাচার্য স্যার ভালো বলতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমি খুব দ্রুতই গেট লাগানোর জন্য প্রশাসনকে জানাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল  বলেন, আমাদের নতুন ভবনের কাজ এখনো কিছু বাকি আছে। যে কারণে গেটের কাজটা করা হয়নি। খুব দ্রুতই এটা সমাধান হবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. কামালউদ্দীন আহমদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads