• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আমেরিকা ব্রিটেনের মতো নির্বাচন হবে

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাসিম

সংরক্ষিত ছবি

রাজনীতি

নাসিম বললেন

আমেরিকা ব্রিটেনের মতো নির্বাচন হবে

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, বুকের পাটা থাকলে নির্বাচনে আসেন। ফাউল করলে জনগণ লাল কার্ড দেখাবে। নির্বাচনে না এলে বাংলাদেশ থেকে বিএনপির নাম মুছে যাবে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে ১৪ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ১৪ দল খুলনা মহানগর ও জেলা শাখা এ মহাসমাবেশের আয়োজন করে।

সমাবেশে নাসিম আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে। আমেরিকা, ব্রিটেনসহ অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওই সরকার কবরস্থানে চলে গেছে। আর ফিরে আসবে না। জাতীয় ঐক্যের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, আল্লাহ না করুক বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। নাসিম বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করেছে শেখ হাসিনার সরকার। কিন্তু খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করেননি। এমনকি তার স্বামী জিয়াউর রহমান হত্যার বিচারও তিনি করেননি। খালেদা জিয়া হত্যাকারীদের দোসর।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের রবিউল আলম, আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান এমপি, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের এসএম কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের ইসমাইল হোসেন, জেপির শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads