• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

সাবিনা ও কৃষ্ণা

ফাইল ছবি

ফুটবল

অবশেষে ভিসা পেলেন সাবিনা ও কৃষ্ণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মার্চ ২০১৮

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন বাংলাদেশ মহিলা ফুটবলের দুই বড় বিজ্ঞাপন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। রোববার দুপুরেই এ দুই ফুটবলারের ভিসা নিশ্চিত হয়েছে। আর রাতের একটি ফ্লাইটে ভারতে পৌঁছেছেন তারা। ভারতে প্রথমবারের মতো আয়োজিত মহিলা ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগে অংশ নেবেন সাবিনা ও কৃষ্ণা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘আমরা সকালেই ভারতীয় দূতাবাসে যোগাযোগ করি এবং দুপুরের আগেই ভিসাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হই। ওদের ক্লাব আসলে ওদের জন্য অনেক চিন্তা করছিল। আশা করি সবকিছু পেছনে ফেলে সাবিনা ও কৃষ্ণা ভারতের মাটিতে নিজেদের প্রমাণ করবেন।’

তামিলনাড়ুর ক্লাব সেথু এফসি বিদেশি কোটায় এ দুই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল। ক্লাবটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে সব ধরনের অনাপত্তি সার্টিফিকেটও দিয়েছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে। কিন্তু তারপরও সাবিনা ও কৃষ্ণার ভিসা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। কারণ গত সপ্তাহে দূতাবাস থেকে তাদের পাসপোর্ট বিতরণ করার কথা থাকলে সেটা দেওয়া হয়নি। তখনই ভিসা পাওয়া না-পাওয়া নিয়ে শঙ্কাটা বেড়ে যায়।

ভিসাপ্রাপ্তির সংবাদে সন্তুষ্টি প্রকাশ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এটা আসলেই খুশির সংবাদ। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। অবশেষে ভিসা হাতে পেয়েছি এবং ভারতের লিগে খেলতে যাচ্ছি, এটাই বড় কথা।’ বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাবিনার। এর আগে তিনি মালদ্বীপের লিগে খেলেছেন। সেখানে স্থানীয় পুলিশ দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন। লাল-সবুজের ঝাণ্ডা তুলে ধরেছিলেন দ্বীপ দেশটিতে। এবারো তেমনিভাবে ভারতের মাটিতে বাংলাদেশের মহিলা ফুটবলকে নতুন করে চেনাতে চান তিনি। বলেন, ‘আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। আমার পারফর্ম বেটার হলে দেশের মুখ উজ্জ্বল হবে। আমি চাই আমার মাধ্যমে ভারতের মাটিতেও লাল-সবুজের পাতাকা উপরে উঠুক।’ বিদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে গেলেও নিজেকে উজাড় করে দিতে চান কৃষ্ণা রানী সরকার, ‘সেথু এফসি যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে দলে নিয়েছে, আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে। আমি খুব এক্সাইটেড সেখানে খেলার জন্য। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলব, এটা যে কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads