• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধু গোল্ড কাপের অপরাজিত চ্যাম্পিয়ন ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ড কাপের পঞ্চম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন

সংগৃহীত ছবি

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ড কাপের অপরাজিত চ্যাম্পিয়ন ফিলিস্তিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপের মুকুট উঠলো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মাথায়। ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে তাজিকিস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের পঞ্চম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দুই দলের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে নেয় ফিলিস্তিন। গ্রুপ পর্বে তাজিকিস্তান ও নেপালকে হারানো নুরুদ্দিন আলির দল সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জিতেছিল।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ৫ম আসরের ফাইনালে দুই দল লড়েছে সমানে সমান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দলই। তবে ম্যাচের ২ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ফিলিস্তিন। ম্যাচের ৩৪ মিনিটে বল দখলকে কেন্দ্র করে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দু'দলের খেলোয়াড়রা। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাজিক অধিনায়ক ফাথখুলোকে। দশজনের দলে পরিণত হয় তাজিকিস্তান। তবু হাল ছাড়েনি তারা। ৪২ মিনিটে তাদের দারুন আক্রমণ ভেস্তে যায় দুর্বল শটের কারনে।

নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পায়নি। ফলে খেলা গাড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি উভয় দল। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। অতিরিক্ত সময়ের শেষ দিকে নিয়মিত গোলরক্ষক রিজয়েভ রুস্তভকে তুলে নিয়ে খায়রিয়েভ বেহরুজকে নামান তাজিকিস্তান কোচ। কিন্তু হামাদার মতো দলের ত্রাতা হতে পারেননি তিনি।

টাইব্রেকারে তাজিকিস্তানের তুরসুনভ কমরোন ও তাবরেজি দাভলাতমিরের শট ফিরিয়ে ফিলিস্তিনের জয়ের নায়ক গোলরক্ষক রামি হামাদা। টাইব্রেকারে ফিলিস্তিনের গোল করেন জোনাথন জোরিল্লা, মাহমুদ আলিউইসাত, মুসাব বাতাত ও আব্দুল্লাতিফ আলবাহাদারি।

দুই গোল করে গোল্ডেন বুট পেয়েছেন রানার্সআপ তাজিকিস্তানের কমরোন। ফিলিস্তিনের অধিনায়ক আব্দুল্লাতিফ আলবাহাদারি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বল। টাইব্রেকারে দারুণ দুটি সেভ করা ফিলিস্তিন গোলরক্ষক হামাদ হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতা বাংলাদেশের বিপলু আহমেদ পেয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads