• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সাগরে প্রশিক্ষণে নৌবাহিনীর দুই সদস্য নিহত

নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

সাগরে প্রশিক্ষণে নৌবাহিনীর দুই সদস্য নিহত

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় পড়ে দুই সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। নিহত দুই নৌবাহিনী সদস্য হলেন পেটি অফিসার এমএম রহমান ও এম মোতালেব। আহতদের পরিচয় সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম বলেন, বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে দুই সদস্য নিহত হন। এ ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। আহতদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads