• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি নিখোঁজ ১

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি নিখোঁজ ১

# পৃথক ঘটনায় শিশুর # লাশ উদ্ধার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে গতকাল রোববার ভোরে লঞ্চের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মোসলেম (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এদিকে গত শুক্রবার ট্রলার ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে মাহিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সদরঘাট নৌ-থানার ওসি আ. রাজ্জাক জানান, গতকাল কেরানীগঞ্জের তৈলঘাট থেকে একটি খেয়া নৌকা সদরঘাট আসার সময় পূবালী-৫ নামে লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সদরঘাট লঞ্চ টার্মিনালের শ্রমিক মোসলেম পানিতে ডুবে যান। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে গত শুক্রবার ট্রলার ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে মাহিয়া (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পোস্তগোলা সেতুর পশ্চিম পাশ থেকে ভাসমান অবস্থায় মাহিয়ার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছে আলভী নামে ৩ মাসের এক শিশু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads