• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
বলাখাল বাজারে ভয়াবহ আগুন

বলাখাল বাজারে ভয়াবহ আগুনের চিত্র

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

বলাখাল বাজারে ভয়াবহ আগুন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ২০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

গতকাল বুধবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বলাখাল পূর্ব বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। ঘটনার প্রায় আধা ঘন্টা পর হাজীগঞ্জ দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বলাখাল বাজার এলাকার মিজানুর রহমান চৌধুরী ও ধেররা এলাকার জুলহাস জানান, রাত পৌনে ১২ টার দিকে পূর্ব বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সময় ঐ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় তাৎক্ষনিক আগুনের বিষয়টি কারো নজরে আসেনি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা চালায়। আগুন লাগার খবর শুনে আধাঘন্টা পর রাত ১২ টার দিকে হাজীগঞ্জ দমকল বাহিনীর একটি টিম প্রায় আঘা ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে মুরাদের মিষ্টির দোকান, লোকমানের ষ্টেশনারী দোকান,জাকিরের প্লাষ্টিকের দোকান, একটি রাইচ মিল ও জাহাঙ্গীরের মুদি দোকানসহ আশে-পাশের কয়েকটি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোস্তাফা মিয়াজী, কোষাধ্যক্ষ শাহাদাৎ মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাজের ভূঁইয়া লিটন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মিয়াজী আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

হাজীগঞ্জ ফায়ারসার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ জানান, আগুনে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি, আগুন লাগার খবর শুনে আমি এসআই জয়নালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আছি। বাজারের সার্বিক নিরাপত্তায় ফায়ারসার্ভিসের পাশা-পাশি পুলিশও কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads