• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০২০

গোপালগঞ্জে হাবিল সিকদার (১৯) নামে এক কলেজ ছাত্র মধুমতি নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছে। সে সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আঃ মান্নান ও পুলিশের এস.আই মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝাকি জাল দিয়ে মধুপুর এলাকায় মধুমতি নদীতে মাছ শিকারের সময় সে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাবার পর আর সে পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু, নদীতে অতিরিক্ত স্রোত থাকায় তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না। খুলনায় ডুবিরী দলকে খবর দেয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads