• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সিনহা হত্যা মামলা: পুলিশের মামলার তিন সাক্ষী জবানবন্দি দিতে আদালতে  

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

সিনহা হত্যা মামলা: পুলিশের মামলার তিন সাক্ষী জবানবন্দি দিতে আদালতে  

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে হাজির করা হয়েছে। 

আজ সকাল সাড়ে ১০ টার দিকে  তাদের কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা র‌্যাব। এর আগে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কক্সবাজার সদর হাসপাতালে।      
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসা সাক্ষীরা হলেন- টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। 

মঙ্গলবার এ ৩ জনকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্’র আদালতে তাদেরকে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়ার একদিন পরই তারা জবানবন্দি দিতে রাজি হলেন। 

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ১০ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। 

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads