• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

কলমাকান্দায় বসতঘরে আগুন, দমকল বাহিনীর প্রচেস্টায় রক্ষা পেল ৬০টি ঘর

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় আগুন লেগে ভস্মীভূত হয়েছে ১টি বসতঘর। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। ঘন্টাব্যাপী দমকল বাহিনীর দুটি ইউনিটের প্রচেস্টায় রক্ষা পেল ৬০টি বসত বসতঘর।

আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে নয়াপাড়া রোডে কোর্ট মসজিদ সংলগ্ন এ অগ্নিকান্ড ঘটনাটি ঘটে। ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

স্থানীয় দমকল বাহিনী স্টেশন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী দুটি ইউনিটের প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পায় ওই রোডের বসবাসরত ৫০/৬০ টি পরিবার।

স্থানীয় দমকল বাহিনীর লিডার আব্দুল কাদির জানান, প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ওই আগুনের সুত্রপাত ঘটে। এ আগুনে পুড়ে এতে ভাড়াটিয়া মিষ্টির দোকানের কারিগর নিরাঞ্জন এর ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads