• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি : ৫ নারীর লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবি : ৫ নারীর লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় মালবাহী জাহাজের ধাক্কায় রাবিতা আল হাসান নামের একটি লঞ্চ ৪৩ জন যাত্রী নিয়ে ডুবে গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১১টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারি জাহাজ প্রত্যয় উদ্ধার কাজ চালাচ্ছে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এস আই ইউনুস মুন্সী বাসসকে জানান, উদ্ধারকৃত নিহত ৫ জনই নারী। এছাড়া আরো আরো ২০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

লঞ্চ মালিক সমিতির নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী রাবিতা আল হাসান নামের লঞ্চটি শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় একটি সিস্টার ভেহিক্যাল এম ভি এস কে থ্রি’র ধাক্কায় ডুবে যায়।

বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে কাজ করছে ফায়ার ব্রিগেডের ডুবুরিদের একটি টিম। নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা বিআইডব্লিউটিএকে খবর দেই। আমাদের ডুবুরি দল দুর্ঘটনার শিকার লোকজনকে উদ্ধারের কাজ করছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন বলেন, টার্মিনাল ছেড়ে যাওয়ার আগে টার্মিনালের ভয়েজ অব ডিক্লারেশন অনুযায়ী ডুবে যাওয়া লঞ্চটিতে ৪৩ জন যাত্রী ছিলেন।
এ রিপোর্ট লেখার সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থলে ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads