• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

ঢাকা মাওয়া মহাসড়কে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ১

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুন ২০২১

ঢাকা মাওয়া মহাসড়কের চীন মৈত্রী ১ম সেতুর কেরানীগঞ্জের বিআরটিয়ের পাশে ব্রীজ ঢালে সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। আটক হয়েছেন ঘাতক চালক।

আজ সোমবার (২৮ জুন) দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ হাসনাবাদ ঢাকা মাওয়া মহাসড়কের মৈত্রী ১ম সেতুর ঢালে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম ইসমাইল মোল্লা (৪২), পিতা মৃত কালাই মোল্লা, কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা, দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। ট্রাক আটক চালকের নাম আসাদুর রহমান, পিতা বাচ্চু মিয়া, গ্রাম হোগলা ডাঙ্গা, থানা কোতোয়ালি, জেলা যশোর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক যশোর-ট -১১ -৪৪৫৪ মাল বোঝাই ডিসটিক ট্রাক পোস্তগোলা ব্রীজ মৈত্রী ১ম সেতুর ব্রীজ ঢাল দিয়ে ঢাকা মাওয়া সড়ক যশোরের উদ্দেশ্য যাচ্ছিল এমন সময় ঢাকা -থ-১১- ৫৭৯৩ সিএনজিটি কোন্ডা থেকে যাত্রী নিয়ে এসে ইকুরিয়া নামিয়ে বিআরটিয়ের সামনে দিয়ে ব্রীজের ঢালের ইউটার্ন ঘুরতে গেলে সিএনজিটিকে ঘাতক ট্রাক মেরে দেয় এ সময় ইউটার্নের বেরিকেট ও স্টীলের বেরা ভেঙ্গে সিএনজি ভিতরে ডুকে যায় ঘটনা স্থলে চালক নিহত হয় এবাং সিএনজিটি টুকরো টুকরো হয়ে যায়।

স্থানীয় কোন্ডা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড মেম্বার ইকবাল হোসেন বলেন, ব্রীজের ঢালের ইউটার্নটিতে নেই কোন ট্রাফিক সিগনাল বা ট্রাফিকের তদারকি। আর এই ইউটার্নটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মহাসড়ক কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

নিহত ইসমাইল মোল্লার স্ত্রী জরিনা বেগম জানান, ইসমাইল দুপুরের খাবার খেয়ে সাড়ে ১২ টায় বাসা থেকে বের হয়। প্রতিদিন আরো পরে নামে আজ তাড়াতাড়ি বের হয়ে এ ঘটনা ঘটে। আমরা আজ নিঃস্ব হয়েছি, নিজের গাড়ি লোন করে গাড়িটা কিনে ছিল তারা। নিহত ইসমাইল মোল্লার দুই সন্তানের মেয়ে ইমা (১৮),ছেলে ইয়াসীন (১৪)। জরিনার কান্নায় আকাশ বাতাস স্তব্দ, জরিনা আমি দুই সন্তান নিয়ে কোথায় যাব।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ সোহরাব হোসেন বলেন, ঘাতক ট্রাক চালক,ট্রাক আটক করেছি সিএনজি উদ্ধার, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে, লাশ ময়নাতদন্ত জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads