• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২১

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ নতুন সমিতি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় পথচারী তিন শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- জামালপুর জেলার সদর উপজেলার ভাদ্রীপাড়া এলাকায় মোতালেব হোসেনের ছেলে মোশারফ হেসেন (২২), যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৪৫) এবং ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সাজু (২২)।

তারা সবাই ফেনীর নিজকুঞ্জরা বিসিক শিল্পনগরীর একটি জুতা কারখানার শ্রমিক।

দুর্ঘটনার পর লরি চালক মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার মাইজদী সদর এলাকার এনায়েত উল্লাহর ছেলে।

দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads