• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ; আহত ১৫

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দুই যাত্রীবাহী বাসসহ তিন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাস গাড়ির ১৫ যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৩২)।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আরিফ তালুকদার ও স্থানীয়রা জানায়, ১১টার দিকে টাঙ্গাইলমুখী শাহ্ সিমেন্টের একটি কাভার্ডভ্যান পাকুল্যা বাজারে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সাদিয়া পরিবহন নামক যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরক্ষণেই ওই যাত্রীবাহী বাসের সাথে সুরমা পরিবহন নামক যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় তিন গাড়ির সামনে ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদ হোসেন বলেন, আমরা দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে সবুজ নামের এক ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে কাউকে চিনতে পারছেন না বলে তিনি উল্লেখ করেন।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বলেন, এ ঘটনায় কেউ নিহত হয়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads