• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

এশিয়া

আফগানিস্তানের স্কুলে বোমা হামলা, নিহত অন্তত ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২২

আফগানিস্তানের পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আশেপাশের বেশিরভাগ বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের অন্তর্গত। এই সম্প্রদায়টি জাতিগত ও ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যাদের প্রায়ই ইসলামিক স্টেটসহ সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা হামলার শিকার হতে হয়। খবর এনডিটিভির

কাবুল কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বোমা বিস্ফোরণ ঘটেছে। আমাদের শিয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান বলেন, বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তবে এ বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

যদিও আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান বরাবরই বলে আসছে তারা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়েই গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকটি বড় হামলার পেছনে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads