• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

বলিউড

ইতালির জন্য প্রার্থনা করলেন কারিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। তবে চীন থেকে ছড়িয়ে পড়া এই করোনা আতঙ্ক সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। চীন থেকেও বেশি মানুষ মারা গেছে ইউরোপের এই দেশে। এরই মধ্যে দেশটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। তাই মৃত্যুপুরী ইতালির জন্য এবার প্রার্থনার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে যাত্রা করার পর থেকেই আলোড়ন তুলেছেন কারিনা কাপুর খান। ঘুরতে ভালোবাসেন এই অভিনেত্রী। তার অন্যতম পছন্দের দেশ ইতালি। প্রিয় দেশটির লাশের গন্ধ এখন বয়ে বেড়াচ্ছে আকাশে-বাতাসে, শোকে মন কাঁদছে কারিনার। সোমবার ইনস্টাগ্রামে স্বামী সাইফ আলি খানের সঙ্গে ইতালি সফরের একটি পুরনো ছবি শেয়ার করেন কারিনা। রোমের বিখ্যাত কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে তোলা এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করছি।’

করোনার দিনগুলোতে ঘরবন্দি হয়েই আপতত কাটছে সাইফ-কারিনার দিন। রোববার জনতা কারফিউর দিন কারিনা ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন একটি বিশেষ মুহূর্ত, যেখানে বাড়ির ব্যালকনিতে চারাগাছ লাগাতে দেখা গেল সাইফ ও তৈমুরকে। বাবা-ছেলে দুজনকেই দেখা যায় সাদা পাঞ্জাবি-পাজামায়। কারিনা ক্যাপশনে লেখেন, ‘তারা নিরাপদে থাকার চেষ্টা করেছে। আসুন সবাই মিলে এই পৃথিবীটা সুন্দরভাবে গড়ে তুলি। আপনারাও যোগদান করুন।’

কারিনা কাপুরকে বলা হয়, তৈমুরের আম্মু। তার বড় পরিচয়, তিনি একজন অভিনয়শিল্পী। কখনো পতিতা বা শেক্সপিয়ারের নাটকের নায়িকা অথবা সমাজকর্মী কিংবা মেডিকেল স্টুডেন্ট, এমন শ খানেক চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রাণবন্ত অভিনয় দিয়ে বলিউডের মতো তুমুল প্রতিযোগিতাপূর্ণ সিনে দুনিয়ায় নিজেকে বারবার প্রমাণ করেছেন এই অভিনেত্রী। হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকাদের একজন। বড়পর্দায় ক্যারিয়ারের শুরু হয় ২০০০ সালে। সে সুবাদে ক্যারিয়ার প্রায় দুই দশক পূর্ণ করতে যাচ্ছেন এ অভিনেত্রী।

অভিষেক বচ্চনের বিপরীতে ‘রিফিউজি’ নামের একটি সিনেমা দিয়ে বলিউডের জমকালো দুনিয়ায় তার পথচলা। এরপর ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘উড়তা পাঞ্জাব’, ‘চ্যামেলি’, ‘ভির দ্য ওয়েডিং’ ও ‘থ্রি ইডিয়টসসহ বেশ কিছু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চান অভিনয়ের সঙ্গে। নিজেকে উজাড় করে দিতে চান চরিত্রের প্রয়োজনে।

ক্যারিয়ারের ২০ বছর নিয়ে কারিনা কাপুর বলেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন শুরু করেছি। এখনো চোখ বন্ধ করলে প্রথমবার নিজেকে বড়পর্দায় দেখার অনুভূতি আন্দাজ করতে পারি। কিন্তু সময়টা দেখতে দেখতে ২০ বছরে গড়িয়ে যাবে, সত্যিই ভাবিনি। আজ এমন সময় দাঁড়িয়ে, যেখানে নিজের কাছেই পুরো বিষয়টি বিস্ময়কর মনে হচ্ছে। এত লম্বা সময় পাড়ি দিলাম কী করে? এখন মনে হচ্ছে, আমি অভিনয় করার জন্যই জন্মেছি। কারণ, আমার সব আবেগ ও চিন্তা এই অভিনয় ঘিরেই। আমার দৃঢ় বিশ্বাস, আমি চাইলেও অন্য কোনো কাজে এত ভালো করতে পারতাম না। তাই জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গেই থাকতে চাই।’

কারিনা আরো বলেন, ‘পুরো সময়টা উপভোগ্য ছিল। আমি খুবই খুশি, এখন পর্যন্ত যেমন করে চেয়েছি ঠিক তেমনটিই হয়েছে। অভিনেত্রীদের অভিনয় বাদ দিয়ে জীবন চালিয়ে যাওয়া খুব কঠিন। তাই আমি সারা জীবন অভিনয় করে যেতে চাই। দুই দশকে এসেও বিয়ে ও সন্তান থাকার পরও ভক্তরা আমাকে যতখানি সমর্থন করেন এবং ভালোবাসেন, এটা সত্যিই বিশাল পাওয়া। তাদের জন্যই আজ আমি এখানে। তারাই আমার দীর্ঘায়ু হওয়ার অনুপ্রেরণা।’

সংসার ও কাজের সমন্বয়ের প্রশ্নে জীবনসঙ্গী সাইফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সাইফ কখনোই আমার কাজের বিষয়ে কথা বলে না। এমনকি আমি কোন ছবিতে অভিনয় করছি, সেই বিষয়েও কখনো নিজে থেকে জানতে চায় না। আমার ব্যস্ততা সম্পর্কেও কখনোই প্রশ্ন করে না। বরং জানতে চায়, কখন আমার সময় হবে, কারণ সে আমার সঙ্গে সময় কাটাতে চায়।’

‘রিফিউজি’ ছবি দিয়ে কারিনার অভিষেক হলেও ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গাম’ চলচ্চিত্র দিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন কারিনা। এই ছবির সাফল্যের পর তার কয়েকটি ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। ২০০৪ সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী ‘চামেলি’ চলচ্চিত্রে যৌনকর্মীর ভূমিকায় এবং ‘দেব’ চলচ্চিত্রে দাঙ্গাকবলিত নারী আলিয়ার ভূমিকায় অভিনয় করে ফের আলোচনায় আসেন।

২০০৬ সালে উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’ নাটক অবলম্বনে নির্মিত ‘ওমরকার’ চলচ্চিত্রে ডলি মিশ্রার ভূমিকায় অভিনয় করেন কারিনা। এ নিয়ে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০৭ সালের ‘জব উই মেট’ চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য ফের ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।

২০১০ সালের ‘উই আর ফ্যামিলি’ চলচ্চিত্রে তার ভূমিকার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন। এরপর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’, সামাজিক নাট্যধর্মী ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় অভিনয় করে সাফল্য লাভ করেন। এ ছাড়া তার অভিনীত থ্রিলারধর্মী ‘কুরবান’ এবং ‘হিরোইন’ চলচ্চিত্র দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করে।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ে। এখানে আরো একটি তথ্য দেওয়া আবশ্যক। ক্যারিয়ারের এই দুই দশকে কেবল এই ছবিটির জন্যই প্রথম অডিশন দিতে হয় তাকে। হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’র অফিশিয়াল রিমেক। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান। ছবির চিত্রনাট্য করেছেন আতুল কুলকারনি। পরিচালনা করেছেন অদ্বৈত্য চন্দন। এটি মুক্তি পাবে ক্রিসমাস ডেতে।

‘লাল সিং চাড্ডা’ কারিনার বক্তব্য, ‘ছবিটি আমার জন্য অনেক স্পেশাল। যদিও সিনেমাটি নিয়ে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। আর আমির খানের সঙ্গে কাজ করা আমার কাছে সব সময়ই সম্মানের। সহকর্মী হিসেবে নয়, সাধারণ দর্শক হিসেবেই আমি তার বড় ভক্ত। তার কাজের মধ্যে একটা মমতা আছে। আমির বললে আমি কোনো কাজ ফিরিয়ে দিই না। যখনই তার সঙ্গে কাজের বিষয়টি আসে, আমি নিজের শতভাগ ঢেলে দিই। আর সেটে তার সঙ্গে কাজ করাটা ভারতের নায়িকাদের কাছে স্বপ্নের মতো।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads