• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

বলিউড

বলিউডের তারকাদের পক্ষে অক্ষয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২০

মাদকদ্রব্য বিতর্ক নিয়ে পুরো বলিউডে তারকারা চাপের মুখে। অনেক বড় বড় তারকা মাদকের সঙ্গে জড়িত। এ যেন কেঁচো খুঁড়তে সাপ। তবে এতকিছুর মধ্যেও যে ব্যতিক্রম নেই তা কিন্তু নয়। সেরকমই একজন বলিউডের এভারগ্রিন তারকা অক্ষয় কুমার। এক ভিডিও বার্তায় অক্ষয় কুমার বলিউডের সবাইকে দোষী না ভাবার অনুরোধ করলেন।

চলচ্চিত্রের সবাইকে একই সুতায় না গাঁথার জন্য ভক্ত ও সংবাদমাধ্যমকে আন্তরিক আবেদন জানিয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।

শনিবারে টুইটারে পোস্ট করা প্রায় চার মিনিটের ভিডিও বার্তায় ৫৩ বছর বয়সি এই অভিনেতা বলিউডে ড্রাগ সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্র শিল্পেও ড্রাগ সমস্যা থাকলেও চিন্তা করা উচিত এই পেশার সবাই এই সমস্যায় জড়িত নয়।’

ভিডিও বার্তার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি ডটকম আরো জানায়, অক্ষয় কুমার ভারী হূদয় নিয়ে আরো আগেই কথা বলতে চেয়েছিলেন তবে অতিরিক্ত নেতিবাচক ধারণার জন্য তিনি এতদিন চুপ ছিলেন।

অক্ষয় কুমার বলেন, ‘আমরা স্টার হতে পারি। তবে সেটা আপনাদের ভালোবাসার জন্যই। এটা শুধু একটা শিল্প নয়, ছবির মাধ্যমে ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতি সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরি।’

তিনি আরো বলেন, ‘চলচ্চিত্র সবসময়ই সমাজের চিত্র তুলে ধরে। দুর্নীতি, অভাব, বেকারত্বের মতো বিষয়গুলো ছবিতে উঠে আসে। আর সেভাবেই চলতে থাকবে।’

বলিউডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মাদক সমস্যার রহস্য খুঁড়তে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই মধ্যে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মাদক গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে এই অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক এবং কয়েকজন সন্দেহভাজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।

তদন্তের স্বার্থে ভারতের কেন্দ্রীয় সংস্থাও এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বলিউডের দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে ডেকে নেয়।

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বলিউডের প্রভাবশালী নামগুলোর ওপর এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া পড়তে শুরু করে।

অক্ষয় কুমার বলেন, ‘সুশান্তের মৃত্যুর পরের ঘটনাগুলো চলচ্চিত্র শিল্পের সংশ্লিষ্টদের ‘অন্তর্মুখী’ করে দিয়েছে।’

তিনি স্বীকার করেন, কিছু মানুষ অনৈতিক বিষয়ে জড়িত থাকলেও এই শিল্পের সঙ্গে জড়িত বেশিরভাগই তদন্তের জন্য সহযোগিতা করছেন।

‘যদি বলি এই সমস্যা নেই তবে আমি মিথ্যাবাদী হয়ে যাব। অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্র শিল্পেও এই সমস্যা আছে। তবে সব পেশার সব মানুষ এই কাজে জড়িত থাকা সম্ভব নয়।’

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘মাদক একটি সমস্যা। তবে আমি আত্মবিশ্বাসী যে আমাদের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং আদালত এই বিষয় সম্পর্কে সুষ্ঠু তদন্ত করবেন। জানি চলচ্চিত্র শিল্পের প্রতিটি মানুষ এই তদন্তে তাদের সহযোগিতা করবেন। আমার অনুরোধ, একই লেন্স দিয়ে পুরো শিল্পের দিকে তাকাবেন না।’

এই অভিনেতা গণমাধ্যমকে দায়িত্বজ্ঞানহীনভাবে সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, “এমনকি একটি ‘নেতিবাচক ইস্যু’ও কোনো শিল্পীর কষ্টার্জিত সম্ভ্রম ক্ষতি করতে পারে।”

ভিডিও বার্তার শেষে অক্ষয় কুমার সংবাদমাধ্যমে অনুরোধ করেন, “আমি আশা করব তারা তাদের কাজ করে যাবেন এবং আওয়াজ তুলবেন তবে অবশ্যই সংবেদনশীল থেকে। মাত্র একটি নেতিবাচক বিষয় একজন মানুষের সুনাম ক্ষুণ্ন করে দিতে পারে যা সে বহু বছরের সাধনায় কষ্ট করে অর্জন করেছেন।’

এদিকে অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি আয়ুর্বেদিক গুণের কারণে প্রতিদিন গোমূত্র পান করেন।

বর্তমানে হুমা কোরায়েশি ও লারা দত্তের সঙ্গে ‘বেলবটম’ সিনেমার শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে থাকা অক্ষয় জঙ্গলে অভিযানে যাওয়া নিয়ে আলাপ করতে ব্রিটিশ অভিযাত্রিক বিয়ার গ্রিলসের সঙ্গে এক ইনস্টাগ্রাম লাইভে আসেন।

অভিযানে হাতির মলের চা পান করতে অক্ষয় কীভাবে নিজেকে রাজি করিয়েছিলেন তা হুমা জিজ্ঞেস করলে অক্ষয় বলেন, ‘আমি উদ্বিগ্ন ছিলাম না। আমি খুব অধীর ছিলাম। আয়ুর্বেদিক উদ্দেশ্যে আমি প্রতিদিন গোমূত্র গ্রহণ করি, তাই ব্যাপারটা সহজ ছিল।’

অক্ষয় কুমার প্রশ্নাতীতভাবে বলিউডের অন্যতম সুস্বাস্থ্যের অধিকারী অভিনেতা। তার এ গোমূত্র পানের তথ্য প্রকাশের পরই ভক্তরা নেটে হুমড়ি খেয়ে পড়েছেন দেখতে যে আসলেই এতে রোগ নিরাময়যোগ্য উপাদান আছে কি না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads