• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
ইবি’র জিয়া হলে চুরি : নিরাপত্তা নিয়ে সংশয়

ছবি : বাংলাদেশের খবর

ক্যাম্পাস

ইবি’র জিয়া হলে চুরি : নিরাপত্তা নিয়ে সংশয়

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে চুরির ঘটনা ঘটেছে। হলের দক্ষিণ ব্লকের ১২০ নম্বর কক্ষের বেলকনির গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে বলে সোমবার ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছে।

শিক্ষার্থীরা জানায়, কক্ষের মুল দরজা সিলগালা করা থাকলেও পেছন দিক থেকে কক্ষে প্রবেশ করে দুবৃর্ত্তরা। নিচতলার ওই কক্ষের লোহার পাত দিয়ে তৈরী গ্রিল কেটে রুমে ঢুকে বৈদ্যুতিক ফ্যান, ব্যাগ, পোশাক, থালাবাসনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, সোমবার দুপুরের আগে আমি কক্ষে প্রবেশ করি। তবে চুরি ঘটনা বেশ কিছুদিন আগের বলে মনে হয়েছে। ফ্যান, ব্যাগ কাপড়, থালাবাসন নিয়ে গেছে। আলমারিও ভাঙা ছিল। রুমের আরও দুজন শিক্ষার্থী এলে বোঝা যাবে; তাদেরও আরো কিছু চুরি গেছে কিনা।

এবিষয়ে জানতে হল প্রভোস্টের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, এবিষয়ে প্রভোস্টরা বলতে পারবেন। আমি এখনো কিছু জানিনা। আপনার মাধ্যমে শুনলাম।

উল্লেখ্য, ক্যাম্পাস ছুটি থাকাকালীন এর আগেও ইবিতে একাধিক বড় বড় চুরির ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। বর্তমানে করোনার কারণে গত মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এতে আসাসিক হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বহু জিনিসপত্র রয়ে গেছে। এমতাবস্থায় তারা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads