• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
কচুয়ায় শিক্ষক ‘পেটালেন’ যুবলীগ সভাপতি

শিক্ষক কবির আহমেদ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কচুয়ায় শিক্ষক ‘পেটালেন’ যুবলীগ সভাপতি

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

চাঁদপুরের কচুয়া উপজেলার কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমেদকে (৫৫) পৌর যুবলীগ সভাপতি মাহবুবুল আলম পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ সংলগ্ন কৃষ্ণার দোকানের সামনে মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

কবির আহমেদ জেলার কোয়া গ্রামের আবদুল কাদেরর ছেলে। কবির আহমেদকে হামলার ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম। 

কবির আহমেদ জানান, সোমবার উপজেলা পরিষদসংলগ্ন এলাকার ব্যবসায়ী কৃষ্ণার দোকান থেকে তিনি একটি ফ্লুইড কলম কেনেন। কলমটি মেয়াদত্তীর্ণ ও নষ্ট হওয়ায় মঙ্গলবার সকালে ফেরত দিতে গেলে দোকানি কৃষ্ণা কলমটি নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম তার উপর অতর্কিতভাবে মারধর করেন। 

এ ঘটনায় উপজেলা শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। 

শিক্ষককে মারধরের অভিযোগের বিষয়ে পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম বলেন, ওই শিক্ষক একটা অথর্ব। তিনি ১৪ বারে এসএসসি পাশ করেছেন। যদি আমার বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করে থাকে তবে তা তদন্ত করা হোক। তদন্ত করে সেই মোতাবেক ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি থাকবে না। 

এ প্রসঙ্গে কচুয়া থানার ওসি সৈয়দ মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি মুঠোফোনে বলেন, এক শিক্ষককে মারধরের অভিযোগে থানায় একটি জিডি হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads