• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
উন্নয়ন সংগ্রামে গণমানুষের পাশে থাকবে ‘বাংলাদেশের খবর’

প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য দিচ্ছেন দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া

সারা দেশ

বাংলাদেশের খবরের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

উন্নয়ন সংগ্রামে গণমানুষের পাশে থাকবে ‘বাংলাদেশের খবর’

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৮

‘বাংলাদেশের খবর’ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সাংবাদিকরা কারো বন্ধু হোক কেউ তা চায় না। তারা কারো শত্রুও না। সাংবাদিকরা কঠিনের পূজারি। তিনি বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠতার মাধ্যমে যা দেখেন, যেমন দেখেন তেমনি লেখেন। মাতৃভূমি বাংলাদেশের বস্তুনিষ্ঠতা আপসহীন। আমরা ইতিহাসের ভয়াবহতম যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। এ দেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সোনার বাংলার ক্ষেত্রে আপসহীন ছিলেন। তিনি বলেন, ‘আমরা বাঙালি, জনগণই সরকার। সরকারের সঙ্গে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিজিডি মাগুরা গ্রুপ বাংলাদেশ ২১-৪১ সোসাইটি গঠন করেছে। আমাদের দেশে দুটি বিশেষ দিন আসছে, একটি হলো স্বাধীনতার ৫০তম বছর আর অপরটি হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। এ উপলক্ষে আমাদের সোসাইটি ৩০ লাখ বটগাছের চারা বিতরণ করবে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর হোটেল ডালাস ইন্টারন্যাশনালের হলরুমে বাংলাদেশের খবরের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশের খবর’-এর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রাজশাহী ব্যুরো ইনচার্জ বিজয় ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। বক্তব্য দেন বাংলাদেশের খবরের হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতী, মফস্বল কো-অর্ডিনেটর মিজানুর রহমান প্রমুখ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বাংলাদেশের খবরের ভূয়সী প্রশংসা ও পত্রিকার সাফল্য কামনা করে বলেন, খুব অল্প দিনের মধ্যেই এ পত্রিকাটি দেশের শীর্ষস্থানীয় পত্রিকার পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে পত্রিকাটির আঙ্গিক খুবই সুন্দর। আমি প্রথম থেকেই দেখেছি, পত্রিকাটির লেখা এবং গুণগতমান অনেক ভালো। তিনি বলেন, বাংলাদেশের খবর রাজশাহীর উন্নয়ন এবং অসঙ্গতি তুলে ধরবে। রাজশাহীর উন্নয়নে সহযাত্রীও হবে বাংলাদেশের খবর।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত আলী খান বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করেন জনগণ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। তাই সংবাদ সংগ্রহের ক্ষেত্রে দেশাত্মবোধ থাকতে হবে। সেই জায়গাটা ধরে রাখতে হবে। তাহলেই সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ন থাকবে। রাজশাহীর উন্নয়ন নিয়ে আমাদের সর্বদা সংগ্রাম করতে হয়। আশা করি, আমাদের এ সংগ্রামকে আরো সুদৃঢ় করবে বাংলাদেশের খবর।

বাংলাদেশের খবরের হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতী বলেন, জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ‘বাংলাদেশের খবর’। তিনি বাংলাদেশের খবরের প্রসার এবং রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান প্রতিনিধিদের।

এর আগে সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আকরাম হোসাইন ও পুঠিয়া উপজেলা প্রতিনিধি অজয় ঘোষ। এ ছাড়া বিশেষ অতিথিদের বাংলাদেশের খবরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা প্রতিনিধি সুফি সান্টু, পাবনা প্রতিনিধি কানু সান্যাল, সিরাজগঞ্জ প্রতিনিধি আইয়ুব আলী, বগুড়া প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টু, রাজশাহী নগর প্রতিনিধি আমিরুল হোসেন শান্ত, জয়পুরহাট প্রতিনিধি মতলুব হোসেন, নওগাঁ প্রতিনিধি রায়হান আলমসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads