• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধুর সমাধিতে নব-নিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

জাতির পিতার সমাধী সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানাচ্ছন নব-নিযুক্ত উপাচার্য

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বঙ্গবন্ধুর সমাধিতে নব-নিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আজ বুধবার দুপুরে জাতির পিতার সমাধী সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এরপর নব-নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের উন্নয়ন-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধাপক ডা. শাহানা আক্তার রহমান, রেজিষ্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন এবং সমাধী স্থল ঘুরে দেখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads