• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় উদযাপন করা হয়েছে। রবিবার রাত ১২টা ১মিনিটে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি, সাহেবগঞ্জ বাজার বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়ানো শেষে কুচকাওয়াজ অনুষ্ঠানে ছালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন।

বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওহিদুর রহমান, আত্রাই মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আকতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, প্রমূখ। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্থানীয় শিল্পীদের সমন্বয়য়ে এক সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads