• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
বনে অবমুক্ত মেছোবাঘ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বনে অবমুক্ত মেছোবাঘ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

গাজীপুরের শ্রীপুরে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মাওনা নয়াপাড়া এলাকায় স্থানীয়দের কাছে একটি মেছোবাঘ ধরা পড়ে। খবর পেয়ে সাফারি পার্কের লোকজন মেছোবাঘটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে জালাল উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির পাশে ডোরা কাটা মেছোবাঘ দেখা যায়। পরে তিনি চটের বস্তা দিয়ে ঝাপটে ধরে ফেলে মেছো বাঘটিকে। মেছোবাঘটি খাঁচায় বন্দী করে বন বিভাগে খবর দেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের লোকজন মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে যান। পরে তাদের তত্ত্বাবধানে পাশের বনে উন্মুক্ত করা হয় মেছো বাঘটিকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওসি (এসিএফ) তবিবুর রহমান বলেন, এই এলাকার বনে এখনও মেছো বাঘ দেখা যায়। অনেক সময় খাদ্যের সন্ধানে মেছো বাঘ মানুষের বাড়ির আশপাশে ঘুরাফেরা করে। প্রাণীটিকে(মেছো বাঘ) উদ্ধার করে পাশের বনে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads