• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
পলাশে পুকুরে বিষ দিয়ে তিন লক্ষ টাকার মাছ নিধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পলাশে পুকুরে বিষ দিয়ে তিন লক্ষ টাকার মাছ নিধন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০১৯

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে দুই বিঘা জমির একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষ টাকার কই ও শিং মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মাছচাষি মহিউদ্দিন কাজীর পুকুরে এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক মহিউদ্দিন কাজী বলেন, আমার দুই বিঘা জমির একটি পুকুরে দেড় মাস আগে আড়াইলক্ষ কই ও ৭০ হাজার শিং মাছ পুকুরে ছেড়ে ছিলাম। আগামী মে মাসে মাছ গুলো স্থানীয় বাজারে বিক্রি করার কথা ছিল । আজ সকালে মাছের খাবার দিতে এসে দেখি আমার পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে, মরা মাছ পচে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে । এতে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা মিয়া জানান, ঘটনা জানার পর ওই পুকুরে গিয়ে দেখি অসংখ্য কই ও শিং মাছ মরে ভেসে উঠছে। মনে হয় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads