• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সড়কের মুক্তিযোদ্ধার নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

ছবি: গুগল ম্যাপ

সারা দেশ

সড়কের মুক্তিযোদ্ধার নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

গাজীপুর জেলার শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে নামকরণ করা একটি সড়কে নামফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় নামফলকটি ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওর্য়াডের ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এ কাজের সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসীরা।

এলাকাবাসীরা জানান, উত্তর ভাংনাহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক খানের নামে শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক থেকে উজিলাব এলাকা পর্যন্ত যাওয়া একটি শাখা সড়কের নামকরণ করা হয়। এ সড়কটি ‘বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক সড়ক’ নামেই মানুষের কাছে পরিচিত। গত ২০১৬ সালে তার নামে এ সড়কের নামকরণ করে শ্রীপুর পৌরসভা। সে সময় নামফলক স্থাপনের কিছুদিনের মধ্যেই তা ভেঙে ফেলে দূর্বৃত্তরা। পরে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা পূনস্থাপন করা হয়। কিন্তু শনিবার ভোরে নামফলকটি আবারো ভাঙা দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে দ্বিতীয় দফা মুক্তিযোদ্ধার নামফলক ভাঙার ঘটনা ঘটল।

মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক খান বলেন, নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানাতে ও তাদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন সড়কের নামকরণ করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই মহৎ একটি উদ্যোগের ওপর এমন ধ্বংসযজ্ঞ দেখে খুব দুঃখ পেলাম। স্বাধীনতার এতো বছর পরেও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার এখনো অনিরাপদ। সারা দেশে অল্প সংখ্যক বীর মুক্তিযোদ্ধা থাকলেও তাদের এখনো শত্রু রয়েছে এ দেশে অনেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফিন জানান, এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। এমন অন্যায় কাজকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads