• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে: শেখ তন্ময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে: শেখ তন্ময়

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে বলে মন্তব্য করেছেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

তিনি বলেন, ‘গত দুই দিন ধরে বাগেরহাট ও কচুয়ার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা ভাল আছে। সাধারণ মানুষ ভালো থাকবে এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে।

আজ রোববার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ তন্ময় বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে। তাই সাংগঠনিক কমিটি গঠনের সময় ভালো নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এতে করে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা সহজেই জয়লাভ করতে পাবে। বাগেরহাটবাসীর পাশে থেকে আমি এলাকার উন্নয়ন করবে।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ।

ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসীর খোঁজ নেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য বাগেরহাট প্রেসক্লাবের তৃতীয় তলায় ভূমি বুক ক্যাফে এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রেস্ট হাউজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads