• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
সখীপু‌রে ছে‌লেধরা স‌ন্দে‌হে ৩ নারী‌কে পু‌লি‌শে সোপর্দ

টাঙ্গাই‌ল ম্যাপ

সারা দেশ

সখীপু‌রে ছে‌লেধরা স‌ন্দে‌হে ৩ নারী‌কে পু‌লি‌শে সোপর্দ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৯

টাঙ্গাই‌লের সখীপু‌রে ছে‌লেধরা স‌ন্দেহ ক‌রে তিন নারী‌কে পু‌লি‌শে সোপর্দ ক‌রে এলাকাবাসী।

আজ বুধবার দুপু‌রে উপজেলার কুতুবপুর ইকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থে‌কে তা‌দের আটক ক‌রে পু‌লিশ‌কে খবর দেওয়া হয়। প‌রে পু‌লিশ দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে তা‌দের উদ্ধার করে থানায় নি‌য়ে আ‌সে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর ইকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনজন নারীর কাছে বড় পুটলা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ওই তিন নারী অসংলগ্ন কথাবার্তা বললে তাদের আটক করে গ্রামবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয়।

কুতুবপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজাহারুল ইসলাম বলেন, পুলিশ দুইদিন ধরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনা বাড়াতে সভা-সমাবেশ, মাইকিংসহ নানা প্রচারণা চালাচ্ছে। এ কারণেই আমাদের গ্রামের মানুষ ওই তিন নারীকে ছেলেধরা সন্দেহ করলেও তারা গণপিটুনি দিয়ে ফৌজদারি অপরাধ করেনি। গ্রামবাসী সচেতন হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ওই তিন নারীর দুইজনের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামে। বাকি একজন নারী মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।

উথুরা গ্রামের ওই দুই নারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তারা সখীপুরের বড়চওনা গ্রামে চিকিৎসার জন্য কবিরাজ বাড়ি এসেছিল। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ভালুকা থানা-পুলিশ ওই দুই নারীর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads