• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
পানি কমলেও কমেনি দুর্ভোগ

গাইবান্ধায় বন্যার পানি কমলেও এখনও বানভাসিরা আশ্রয় কেন্দ্র ছেড়ে বাসায় ফিরতে পারেনি। বা‍ঁধে আশ্রিত এমন পরিবার গুলো তাবু টাঙ্গিয়ে রাত্রী যাপন করছে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি

পানি কমলেও কমেনি দুর্ভোগ

  • গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

প্রধান প্রধান নদনদীর পানি কমতে থাকায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও ঘাঘট নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও জেলায় পানি বন্দি হয়ে আছে ৫ লক্ষাধিক মানুষ।

তবে পানি কমলেও দ‍ুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। এখনও বাড়ি-ঘড় ডুবে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি যেতে পারছেনা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উচু স্থানে আশ্রয় নেওয়া মানুষ।

অভাব অনটনে খেয়ে না খেয়ে আশ্রয় কেন্দ্র, নদীর বাধে ও রাস্তার ধারে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে এসব বানভাসী মানুষ। দুর্গত এলাকাগুলোতে দেওয়া হচ্ছে না পর্যাপ্ত ত্রান। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads