• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে যুগান্তরকারী পরিবর্তন আসবে : পুলিশ সুপার চাঁদপুর

জেলা পুলিশ সুপারের হল রুমে পুলিশ সুপার মো. জিহাদুল কবির সাংবাদিকদের সঙ্গে প্রেসকনফারেন্স করেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে যুগান্তরকারী পরিবর্তন আসবে : পুলিশ সুপার চাঁদপুর

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৯

চাঁদপুরের আাইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে আরো ভাল করতে শহরের ২৬টি পয়েন্টে ৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২টি কন্ট্রোল রুম থেকে মনিটরিং ককরা হবে। পুলিশ সুপার কার্যালয় একটি ও পৌরসভায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের চাঁদপুরে মাধ্যমে যুগান্তরকারী পরিবর্তন আসবে। ট্রাফিক জ্যাম ও অপরাধ সংগঠিত হলে তা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যাবে।

আজ শনিবার দুপরে জেলা পুলিশ সুপারের হল রুমে পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. জিহাদুল কবির সাংবাদিকদের সাথে জেলা শহরে সিসি ক্যামেরার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রেসকনফারেন্সে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, পুরো শহরকে সিসি ক্যামরার আওয়তায় আনা হবে। পুরান বাজার এলাকা বাদ রয়েছে তবে অচিরেই হবে। বাবুরহাটে কাজ চলছে। কমিউনিটি পুলিশিংয়ের ১৫টি অঞ্চলে স্থাপন করতে অঞ্চলের সভাপতি সাধারন সম্পাদক তা ব্যবস্থা করবে। এতে অপরাধীদের অপরধ প্রবণতা রোধ পাবে। সরকারি অনুদান ছাড়াই

এময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) এসপি মোঃ মিজানুর রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিমউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, ডিবির ওসি নূর হোসেন মামুন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কবিরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শরীফ চৌধুরেী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোরহল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির হোসেন প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads