• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
কালুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

  • কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে “কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”- প্রতিপাদ্য বিষয় নিয়ে এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা ইউআরসি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।

এসময় তিনি বলেন, নারীরা বর্তমানে সমান সুযোগ পাচ্ছে। তারা ঘরে বাহিরে সকল যায়গায় কাজ করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে বিশেষ বিশেষ প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছে। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা এছাড়াও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন, উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মহব্বতুন্নেচ্ছা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কালুখালী সরকারী কলেজ ও কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ সহ পাতুরিয়া পল্লী নারী কল্যাণ সংস্থা, শান্তি মহিলা উন্নয়ন সংস্থা, উৎস মহিলা উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন এনজিও কর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads