• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে ৮ রোহিঙ্গা আটক

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

গোয়ালন্দে ৮ রোহিঙ্গা আটক

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকা থেকে বৃহস্পতিবার ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রশিদুল হক (২২), মিজান (১৮), কামাল (১৮), মিনারা খাতুন (২০), জোহুরা বেগম (৫০), রশিদা খাতুন (২৫), নূর করিমা ৩০) ও হোসনে আরা (২০)।

আটককৃতরা রশিদুল হক জানান, তিনি তার স্ত্রী মিনারাসহ এই আট জন সাতক্ষীরা যাচ্ছিলেন। গত বুধবার তারা সাতক্ষীরার এক বাসিন্দার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। ঢাকা থেকে আজ ভোর রাতে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়।

তিনি জানান, এই আট সদস্য দলের ইচ্ছা ছিল সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামি ঈগল পরিবহনের একটি বাস থেকে ওই ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত ৮ জনের মধ্যে ৫ জন নারী ৩ জন পুরুষ। এদের মধ্যে একজন বাংলায় কথা বলতে ও বুঝতে পারে।

সে জানিয়েছেন, তারা কতুপালং রোহিঙ্গা ২ নম্বর ক্যাম্পে ছিলো। তাদের আবার কতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads