• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
কুমিল্লায় প্রতিবন্ধী স্কুল দখল চেষ্টার অভিযোগ

ছবি : ‍বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় প্রতিবন্ধী স্কুল দখল চেষ্টার অভিযোগ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকায় ‘পরশ প্রতিবন্ধী স্কুল’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার পরশ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. জহির হোসেন।

লিখিত বক্তব্যে মো. জহির হোসেন বলেন, তার স্ত্রী মীর্জা ফাতেমা আহমেদ পরশ প্রতিবন্ধী স্কুলটি নিজস্ব ভূমিতে ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন। গত ১১বছর ধরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। গত ৭ সেপ্টেম্বর একটি মহল স্কুলের সামনের খোলা মাঠটি দখলের জন্য স্থানীয় জামাল হোসেন নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে ছবি ও স্ব‍াক্ষর সম্বলিত ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফারুক হোসেন প্রতিবন্ধী স্কুল’ নাম করে একটি মনগড়া চিঠির ফটোকপি এলাকাবাসীর মধ্যে বিতরন করেন। তারা স্কুলের সাইনবোর্ডটিও খুলে ফেলেন। ফারুক হোসেন প্রতিবন্ধী স্কুলের খোলা মাঠটি স্থানীয় জামাল হোসেনকে দিয়ে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় স্কুলটি রক্ষায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন মো.জহির হোসেন।

এদিকে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ফারুক হোসেনের মোবাইল ফানে একাধিকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি বিদেশে অবস্থান করছেন বলে জানা যায়।

এ ঘটনায় অপর অভিযুক্ত মো.জামাল হোসেন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিনি ওই স্কুলের সম্পত্তি দখল করতে যাননি। তার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads