• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
মাধবপুরে বড় ভাইকে খুন: ছোটো ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাধবপুরে বড় ভাইকে খুন: ছোটো ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চাঞ্চল্যকর এবদাল মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব।
র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকেলে আসামীদের আখাউড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামীরা হলেন- মাধবপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত হাজী গোলাম ফজলের ছেলে মো. আবুল বাশার ওরফে কামাল (৪০) ও তার স্ত্রী কোহিনুর আক্তার (৩৫)।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উইং কমান্ডার মো. আসাদুজ্জামান, মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মৃত এবদাল মিয়ার সঙ্গে তার ছোট ভাই কামাল মিয়ার জমি জায়গা- সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ২২ অক্টোবর নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে একই দিনে বিকেলে স্থানীয় চৌমুহনী বাজার থেকে একটি মোটরসাইকেলে এবদাল মিয়া বাড়িতে ফিরছিলেন। পথে ঘাতক তার ছোট ভাই কামাল মিয়ার নেতৃত্বে একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় এবদাল মিয়াকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসামীদেরকে মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, তারা মাধবপুর থানার নিয়মিত মামলার আসামী। তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads