• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের স্মারকলিপি

সংগৃহীত ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের স্মারকলিপি

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বরাবরে স্মারকলিপি দিয়েছে জিল ওয়্যারস্ লিমিটেড নামের রপ্তানিযোগ্য জুতা ফ্যাক্টরীর শ্রমিকরা।

স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় অবস্থিত ‘জিল ওয়্যারস্ লিমিটেড’ নামের রপ্তানিযোগ্য জুতা ফ্যাক্টরীর মালিকপক্ষ গত দুই মাসের শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে ইচ্ছেমতো ফ্যাক্টরী বন্ধ ঘোষণা করে। যা শ্রম আইন বহির্ভূত। শ্রমিকরা ফ্যাক্টরীর কর্মকর্তাদের সাথে সাক্ষাত করতে চাইলে তারা সাক্ষাত করতে রাজি নয়। ফলে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে শ্রমিক-কর্মচারীরা।

লিখিত স্মারকলিপিতে স্বাক্ষর করেন ফ্যাক্টরীর শ্রমিক রুমা আক্তার, জাহানারা, তাহমিনা, ঝুমুর, শিরিন, নাজমুন নাহার, নুরজাহান, পান্না, খোদেজা, নাছিমা, শারমিন, খাদিজা, রেহানা, পারুল, ওসমান, আমজাদ, সুরমা, মালেকা, শাহজাহান, লিমন, আরিফসহ অনেকে। এছাড়া শ্রমিকদের পাশাপাশি ফ্যাক্টরীর কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডরাও দুই-তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছে না।

অপরদিকে ফ্যাক্টরী ডিজিএম শের বাহাদুর স্বাক্ষরিত নোটিশ বোর্ডে দেয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশী ক্রেতা দেউলিয়া হয়ে যাওয়ায় রপ্তানিকৃত মালের বিপরীতে বৈদেশিক মুদ্রা প্রত্যাবসিত না হওয়া, অর্ডার বাতিল হওয়া, ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের পর আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সময়মত অর্থায়ন না হওয়ার কারণে ফ্যাক্টরী বন্ধ আছে। তাই আমরা দুঃখিত। শ্রমিক-কর্মচারীদের পাওনাদি(যদি থাকে) আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।

জিল ওয়্যারস্ জুতা ফ্যাক্টরীর মালিক জহির উদ্দিন তারেকের ব্যবহৃত মুঠোফোনে গত এক সপ্তাহ ধরে বারবার কল করেও ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads