• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
দীর্ঘ দিনের দাবিতে সেনবাগে স্থাপিত হচ্ছে ফায়ার সার্ভিস ষ্টেশন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দীর্ঘ দিনের দাবিতে সেনবাগে স্থাপিত হচ্ছে ফায়ার সার্ভিস ষ্টেশন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৯

নোয়াখালীর সেনবাগে অবশেষে স্থাপিত হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার এলাকার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের প্রানের দাবি পূরণ হতে যাওয়ায় দারুন খুশি এলাকাবাসী।

প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে সেনবাগ-সোনাইমুড়ি সড়কের সেনবাগ পৌরসভার কাদরা বোর্ড অফিস সংলগ্ন ওই ফায়ার সার্ভিস স্টেশনটির বেইস ও কলম ওঠে যাওয়ায় এটি এখন দৃশ্যমান। এরআগে নোয়াখালীর সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে বহু সংগঠন ও ব্যবসায়ীরা মানববন্ধন সহ বিভিন্ন পালন করে।

সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় কোথাও আগুণ লাগলে জেলা শহর মাইজদী, চৌমুহনী ও সোনাইমুড়ি থেকে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভাত। কিন্তু অধিকাংশ সময় তারা ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ছাঁই হয়ে যেত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads