• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
গোয়ালন্দে পদ্মায় ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ

ফাইল ছবি

সারা দেশ

গোয়ালন্দে পদ্মায় ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে বালুবোঝাই ট্রলার থেকে পদ্মায় পড়ে মিরাজ উদ্দিন (৪৫) নামের এক মাঝি দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় তিনি চলন্ত ট্রলার থেকে পড়ে যান।।নিখোঁজ মিরাজ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মিনহাজউদ্দিন-২ নামের একটি ট্রলারে রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকা থেকে বালু বোঝাই করে মিরাজ মাদারীপুরের শিবচরে যাচ্ছিলেন। দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় আসলে হঠাৎ পদ্মা নদীর ডুবোচরে ট্রলারটি সজোরে ধাক্কা লাগে। এসময় ট্রলারের উপর থেকে মিরাজ নদীতে পড়ে মুহুর্তে তলিয়ে যায়। স্থানীয়রা মাছ ধরা নৌকা ও ট্রলার নিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেও নিখোঁজ ব্যাক্তির সন্ধান পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত স্থানে তীব্র স্রোত রয়েছে বলে তারা জানান।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। কিন্তু নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি।

ঢাকায় ডুবুরীদের খবর দেওয়া হলে তাদের একটি টিম সোমবার এসে দীর্ঘ সময় নদীতে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারাও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads