• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
চকরিয়ায় পাহাড় কাটার দায়ে মাজারের খাদেমের ৬ মাসের সাজা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় পাহাড় কাটার দায়ে মাজারের খাদেমের ৬ মাসের সাজা

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২০

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহাসিক শাহ ওমর (রা.) এর মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাটের অভিযোগে মাজারের খাদেম ম্লওনা ইদ্রিচ আহমদকে (৫৫) ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ১০টার দিকে চকরিয়ার সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ সাজা প্রদান করেন।

কাকারা ইউনিয়নের মাজার এলাকায় মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন মাজারের খাদেম ইদ্রিচ।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সকালে খবর পাই খাদেম ইদ্রিচ মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজে ব্যবহৃত স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় মাজারের খাদেমকে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেওয়া হয়।

অপরদিকে চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত মো.দুলাল (৩০) নামের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কোনাখালী বাঘগুজারা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরণঘোনা এলাকার নুরুল ইসলাম ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads