• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রৌমারীতে পানিতে ডুবে গরু ব্যবসায়ীর মৃত্যু

নিহত গরু ব্যবস্যায়ী মোঃ খয়বর হোসেন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রৌমারীতে পানিতে ডুবে গরু ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২০

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্তে মোঃ খয়বর হোসেন (৪৫) নামের এক গরু ব্যবস্যায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত খয়বর উপজেরার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিন ধরা গ্রামের নজির হোসেনের ছেলে।

জানায়ায় , রৌমারী উপজেলর ধর্মপুর সীমান্তের ১০৫৭ পিলারের কাছ দিয়ে বাংলাদেশী ৮-১০ জন গরু ব্যবস্যায়ী নো-ম্যান্স ল্যান্ডে ডুকে আড়কির মাধ্যমে গরু পারাপার করছিল । এ সময় ভারতের গুটলী গ্রাম ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। খয়বর ও তার সঙ্গিরা সীমান্ত বর্তী জিনজীরাম নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের শরীরে কোন গুলী বা আঘাতের চি‎হ্ন পাওয়া যায় নি এবং লাশ নিয়ম অনুযায়ী থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads