• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
পদ্মার ভাঙনরোধে এখনই কার্যকর ব্যবস্থা চায় লৌহজংবাসী

ছবি : ‍বাংলাদেশের খবর

সারা দেশ

পদ্মার ভাঙনরোধে এখনই কার্যকর ব্যবস্থা চায় লৌহজংবাসী

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০২০

পদ্মার ভাঙনরোধে এখনই কার্যকর পদক্ষেপ চায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরি-ধাইধা এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজের সাথে কয়েক শ’ মিটার কাজ করলে রক্ষা পেতে পারে ধাইধা কওমি মাদ্রাসা, ডহরি সরকারী প্রথমিক বিদ্যালয়সহ ওই এলাকার কয়েক শ’ পরিবার। এনিয়ে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, গেলো বর্ষায় লৌহজংয়ের কলমা ইউনিয়নের ডহরি-ধাইধা এলাকায় পদ্মার ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার। গৃহহীন হয়ে পড়ে অনেকে। হুমকির মুখে পড়ে ধাইধা কওমি মাদ্রাসা ও ডহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়। তাৎক্ষনিক স্থানীয় প্রশাসন ও এলাকার ধনাঢ্য ব্যক্তিদের সহায়তায় বালুর বস্তা ফেলে কোন মতে মাদ্রাসা ও স্কুলটি রক্ষা করা হয়। কিন্তু আগামী বর্ষায় রাক্ষুসি পদ্মার গ্রাসে এ দু’টি প্রতিষ্ঠান রক্ষা পাবেনা বলে এলাকাবাসী আশঙ্কা করছে। সরজমিনে গিয়েও দেখা যায় বাস্তব চিত্র এরকমই। যেভাবে পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে মাদ্রাসাটি, তাতে আগামী বর্ষায় এটি পদ্মা কেড়ে নেবে তা অনায়াসেয় বলা যায়। এছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে ওই এলাকার কয়েক শ’ পরিবার। বর্ষা এলেই এ সকল পরিবার পদ্মার ভাঙনের মুখে পড়ে গৃহহীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, ওই স্থান থেকে মাত্র কয়েক শ’ মিটার দূরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের কাজ চলছে। এ কাজ যদি কিছুটা বাড়িয়ে দেয়, তবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ এ অঞ্চলের কয়েক শ’ পরিবার ভাঙনের হাত হতে রক্ষা পেতে পারে।

স্থানীয় কলমা ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মোতালেব শেখ বাংলাদেশের খবরকে জানান, আমার ইউনিয়নটি পদ্মায় ভাঙন কবলিত একটি ইউনিয়ন। প্রতি বছর বর্ষায় পদ্মার ভাঙনে এলাকাবাসী কম-বেশী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। গেলো বর্ষায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ভাঙন রোধে চেষ্টা করা হয়েছে। বালুর বস্তা ফেলে কোন মতে রক্ষা করা হয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে মাত্র কয়েক শ’ মিটার দূরে ভাঙনরোধে বাঁধ দিচ্ছে বাংলাদের পানি উন্নয়ন বোর্ড। আর ৩শ’ থেকে ৫শ’ মিটার বাঁধ বর্ধিত করে দিলে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৭-৮ লোক আগামী বর্ষায় পদ্মার ভাঙন থেকে রক্ষা পেতে পারে। তাই পানি উন্নয়নের বোর্ডের কাছে দাবী এ সামান্য এলাকাটি তাদের চলমান কাজের সাথে যুক্ত করে বাঁধ নির্মাণ করে এ এলাকাকে রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads