• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
বিশ্বজয়ীরা আজ দেশে ফিরছেন

সংগৃহীত ছবি

সারা দেশ

বিশ্বজয়ীরা আজ দেশে ফিরছেন

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২০

বিশ্ব জয় করে আজ দেশে ফিরছেন বাংলার দামাল ছেলেরা। বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে আকবরের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেখানে যুবাদের ফুলেল উষ্ণ অভিনন্দন জানাবেন বিসিবির কর্মকর্তারা। এরপর সুসজ্জিত গাড়িতে বিসিবির দিকে রওনা দেবে তৌহিদ, শরিফুল, জয়রা। শুরুর দিকে শিডিউল ছিল সকালের দিকে আসবে যুবারা। সেই হিসাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ছেলেদের নিয়ে বিসিবিতে দুপুরে লাঞ্চ সারবেন তিনি। এরপর প্রেস মিট। তারপর একাডেমিতে উঠবে ক্রিকেটাররা। কিন্তু বিকালে আসায় তা আর হচ্ছে না।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে এবার নতুন ইতিহাস গড়েছে বাংলার ছেলেরা। প্রথমবারের মতো ফাইনালে উঠেই তাক লাগিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। ফাইনালে তারা পর্যুদস্ত করে চারবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে। বৃষ্টি আইনে বাংলাদেশ পায় তিন উইকেটের রোমাঞ্চকর জয়। যদিও ম্যাচটি শেষ হয়েছিল তিক্ততায়। উল্লাস করার সময় ভারতীয় যুবাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশের যুবাদের। বাংলাদেশের পতাকা ছুড়ে ফেলে দেওয়ায় প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতির মতো ঘটনাও ঘটে আকবর আলীর শিষ্যদের। যদিও সেটি নিয়ে কড়া অবস্থান নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের তিনজন ও ভারতের দুজনকে শাস্তি দিয়েছে সংস্থাটি। মাঠের সেই তিক্ততা দ্রুত ভুলে যাওয়াই ভালো। এবার ট্রফি নিয়ে দেশে ফেরার পালা বাংলাদেশের যুবাদের। সময় এখন বিশ্ব চ্যাম্পিয়নের সুখকর অনুভূতি উপভোগ করা।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads