• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন, ড্রেজার ভেঙ্গে গুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ  আদালত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন, ড্রেজার ভেঙ্গে গুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মার্চ ২০২০

বগুড়ার শেরপুরে অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন করায় একটি ড্রেজার ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলম রানা খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ধুনট উপজেলার বিলচাপরি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: উতসব উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকায় দুধকুমার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলম রানার নেতৃত্বে ও শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রম্যামাণ আদালত পরিচালানা করা হয়। ভ্রাম্যমান আদালত খাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার ভেঙ্গে গুড়িয়ে দেন এবং ১০হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলম রানা বলেন, দুধকুমার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads